খাতুনগঞ্জে পেঁয়াজসহ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান

এক ব্যবসায়ীকে আটক ও পরে মুচলেকা নিয়ে ছাড়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

খাতুনঞ্জের পাইকারি বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। লাইসেন্স হালনাগাদ না করা, পণ্যের মূল্য তালিকা ও বিক্রয় মূল্যের অসঙ্গতি এবং পাইকারদের ক্রয় রশিদ সরবরাহ না করার দায়ে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে মেসার্স গ্রামীণ বাণিজ্যালয়, মেসার্স সোয়াইব ট্রেডিং ও মেসার্স চিটাগাং বার আউলিয়া। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের এসিল্যান্ড খোন্দকার মাহমুদুল হাসান ও পতেঙ্গা সার্কেলের এসিল্যান্ড মিজানুর রহমান।

এসিল্যান্ড মিজানুর রহমান বলেন, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপয়োজনীয় পণ্যের মূল্যের লাগাম টানতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দেখা যায়, পণ্যের মূল্য তালিকা ও বিক্রয় মূল্যে অসঙ্গতির পাশাপাশি পাইকারদের ক্রয় রশিদ সরবরাহ করছে না ব্যবসায়ীরা। এর দায়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে একজনকে আটক করার কথা জানিয়ে ম্যাজিস্ট্রেট বলেন, আটকের পর মুচলেকা নিয়ে ঐ ব্যবসায়ীকে ছেড়ে দেয়া হয়। তিনি আরো বলেন, ভবিষ্যতে পাইকারদের ক্রয়ের রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা সংরক্ষণসহ সকল লাইসেন্স হালনাগাদকরণ ও প্রত্যেক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণে ব্যবসায়ীদের তাগিদ দেয়া হয়। একশ্রেণির মধ্যস্বত্বভোগীর দৌরাত্মে পেঁয়াজের বাজার কিছুটা অস্থিতিশীল রয়েছে। পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে দুজনের মৃত্যু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭৯
পরবর্তী নিবন্ধএস আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান বিষয়ে ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা