খাতুনগঞ্জে দেড় টন পলিথিন জব্দ ৬০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

নগরীর খাতুনগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় ওসমানিয়া গলির নামহীন একটি গোডাউন এবং রহমান এন্ড ব্রাদার্সের একটি গোডাউন থেকে আনুমানিক ১.৭ টন (১৭০০ কেজি) উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল খাতুনগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের পেছনে পলিথিনের প্রভাব অনেক। এ পলিথিন পচে না।

এসব ব্যবসায়ীদের বুঝা উচিৎ। বারবার সতর্ক করার পরও পলিথিন মজুদ হচ্ছে। এবারের অভিযানেও আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এমন অভিযান চলবে। এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেক জানান, আমরা পলিথিনমুক্ত নগরী গড়ার জন্য বদ্ধপরিকর, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপাথরঘাটা ওয়ার্ডে মশারি বিতরণ
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম মাদরাসায় মাহফিল