খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু, ধর্মঘট অব্যাহত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত শ্রমিক মো. মাসুদ (৪১) মারা গেছেন। আজ বুধবার ভোর ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মরা যান।

নিহত মো. মাসুদ চাক্তাই রাজখালী রোডের মো. বেলায়েত হোসেন বেপারির ছেলে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক দৈনিক আজাদীকে বলেন, গত সোমবার গুরুতর আহতাবস্থায় শ্রমিক মো. মাসুদকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে ২৭নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তী‌তে গতকাল ক‌য়েকদফায় অস্ত্রপাচার করা হয়।

এরই ম‌ধ্যে অবস্থার অবন‌তি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে আজ ভোর ৬টায় শ্রমিকটা মারা যান।

প্রসঙ্গত, মো. রাসেল নামের এক পিকআপ চালকের সাথে কথা কাটাকা‌টির জে‌র ধরে গত সোমবার সন্ধ্যার দিকে খাতুনগঞ্জের চাঁন মিয়া গলিতে দুর্বৃত্তরা শ্রমিক মাসুদকে ছু‌রিকাঘাত করে। এ ঘটনায় পিকআপ চালক মোহাম্মদ রাসেল (২৩) ও আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেছেন আহত শ্রমিক মাসুদের ছেলে মোহাম্মদ বাবুল (২১)।

পূর্ববর্তী নিবন্ধরুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের ৩০% ধ্বংস: জেলেনস্কি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ২০ জনের দেহে করোনা শনাক্ত