খাজা গরীবে নেওয়াজ সাম্য সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন

বলুয়ারদীঘিতে মাহফিলে বক্তারা

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:৩৮ পূর্বাহ্ণ

নগরীর বলুয়ারদীঘি পাড়স্থ খানকাহ্‌-এ কাদেররিয়া তৈয়্যবিয়ায় খাজা মঈনুদ্দীন চিশতী আজমিরী সঞ্জরী (রহ:) ওরশ শরীফ উপলক্ষে ছয় দিনব্যাপী মাহফিল সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বাদ মাগরিব সমাপনী দিবসে বক্তারা বলেন, ইসলামের আলোতে শত বছর ধরে পরস্পর বিপরীত মুখি মানুষদের একত্রিত করে খাজা গরীবে নেওয়াজ সাম্য-সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন। নুর আহমদ পিন্টুর সভাপতিত্বে ও মোহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন গাউসিয়া বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। আলোচনায় অংশ নেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার আরবী প্রভাষক মাওলনা মুহাম্মদ কাশেম রেজা নঈমী, মাওলানা মুফতী আব্দুল গফুর রেজভী, মাওলানা আবুল কাশেম, নিয়াজ আহমদ দুলাল, সাব্বির আহমদ, সিদ্দিক আহমদ, মো. কাশেম, নগর গাউসিয়া কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাবের আহমদ, গোলাম মহিউদ্দিন, আব্দুল মান্নান, হাফেজ আবুল হোসেন প্রমুখ। অন্যান্যের উপস্থিত ছিলেন ইসমাইল কোম্পানী, ইঞ্জিনিয়ার মো. নুরুল আজিম, মঈনুদ্দীন ফারুক, মির্জা ফজলুল কাদের, শামসুদ্দীন খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে চোরাই সিএনজি জব্দ আটক ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির শপথ