খাগড়াছড়ির যাবজ্জীবনের আসামি ১০ বছর পর গ্রেপ্তার ফেনীতে

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১০ বছর পর ফেনীতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার র‌্যাব৭ ফেনী ক্যাম্প অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, রোববার রাতে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দণ্ডিত মো. রাসেল (৩৩) খাগড়াছড়ি রামগড় উপজেলার লালছড়ি এলাকার বাসিন্দা। মামলার বরাত দিয়ে অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল জানান, খাগড়াছড়ির রামগড়ের লালছড়ির নুরুল হকের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল একই এলাকার রাসেলসহ আরও সাতজনের। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল হককে লোহার রড ও রামদা দিয়ে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যান দুর্বৃত্তরা।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর বিডিনিউজের।

এ ঘটনায় নুরুল হকের ছেলে নুর নবী মো. রাসেলসহ সাতজনের বিরুদ্ধে রামগড় থানায় একটি হত্যা মামলা করেন। এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৪ সালের ১০ নভেম্বর আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। চলতি বছরের ২৯ মে আদালত আসামিদের অনুপস্থিতিতে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। তিনি বলেন, প্রধান আসামি রাসেল ছদ্মনামে বিভিন্ন স্থান পরিবর্তন করে গত ১০ বছর ফেনীর ফুলগাজীর নতুন পাড়ায় বসবাস করতেন। র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে রাসেলকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধআলিম পরীক্ষা ১৭ আগস্ট শুরু
পরবর্তী নিবন্ধএবার ভোটে বিএনপির সঙ্গে জোট নয় : কাদের সিদ্দিকী