খাগড়াছড়ির আলোচিত সেই মায়ের পাশে জেলা প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

অভাবের তাড়নায় ছেলে বিক্রির চেষ্টায় আলোচিত সোনালি চাকমা ও হতভাগা শিশুপুত্র রামকৃষ্ণ চাকমার (৬) সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। গতকাল রোববার সকালে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সোনালি চাকমার হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। এ ছাড়া সোনালী চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার ২ লাখ ৬০ হাজার টাকার দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর প্রদান, শিশুপুত্র রামকৃষ্ণ চাকমার ভবিষ্যত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি শিশু পরিবারে রাখা, সোনালী চাকমার সু-চিকিৎসা এবং তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার কথাও জানান। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, খাগড়াছড়ি সমাজ সেবা বিভাগের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ভাইবোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার (১১ আগস্ট) খাগড়াছড়ি বাজারে ছোট ছেলে রামকৃষ্ণকে বিক্রি করতে যান মা সোনালি চাকমা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনে বিভাগীয় কমিশনার
পরবর্তী নিবন্ধউন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে