খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। গতকাল সোমবার খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা কারী ওসমান গনীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ–সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক এম এ জামানুল হাসান জামীল, দপ্তর সম্পাদক রেজাউল করিম মিসবাহ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল। মতবিমিয়ে নেতৃবৃন্দ পার্বত্য জেলার শান্তি সমপ্রীতি রক্ষা ও দেশের উন্নয়নে এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সহযোগিতা প্রত্যাশা করেন।