খাগড়াছড়ি সদর থেকে একটি ‘হিমালয়ান গৃধিনী’ শকুন উদ্ধার করা করেছে বন বিভাগ। অসুস্থ শকুনটির চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার সকালে সদর উপজেলার ভাইবোনছড়া এলাকা থেকে শুকুনটি (Himalayan Griffon Vulture) উদ্ধার করা হয় বলে জানান খাগড়াছড়ি সদর রেঞ্জের কর্মকর্তা মোশাররফ হোসেন। খবর বিডিনিউজের।
বন বিভাগ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের একটি দল শকুনটি উদ্ধার করে। শকুনটি অসুস্থ বা দুর্বল হয়ে পড়ায় উড়তে না পেরে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার জন্য শকুনটি জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হয়। বর্তমানে এটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। তিনি বলেন, হিমালয়ান গৃধিনী শকুন একটি পরিযায়ী ও সংরক্ষিত বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রজাতির শকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এ বন কর্মকর্তা।












