খাগড়াছড়িতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটির বিনামূল্যে চিকিৎসাসেবা

| শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গত শনিবার সরকারি কলেজ মাঠে এই আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এবং ব্যাচ ০২-০৪ বাংলাদেশের যৌথ উদ্যোগে চলে এ ক্যাম্পেইন। দিনব্যাপী কর্মসূচিতে চিকিৎসাসেবা, দন্ত, খৎনা, চক্ষু, রক্তের গ্রুপ নির্ণয়, মাতৃসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর আগে সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া। অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, লায়ন জামাল উদ্দিন, শাহরিয়ার ইউনূস ও জীবনানন্দ দাশসহ আয়োজক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল হালিশহর আর্টিলারি মোড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল নির্বাচন