খাগড়াছড়িতে মাইনী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ১২:৩১ অপরাহ্ণ

খাগড়াছড়ি দীঘিনালায় মাইনী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় উপজেলার ৫ নং বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারী পাড়া এলাকার মাইনী নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, তারা কাজের জন্য নদীর ধারে গেলে মৃতদেহের মতো কিছু একটা দেখতে পান। কাছে গিয়ে তারা মৃতদেহটি শনাক্ত করেন এবং এলাকার ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবগত করেন। এরপর প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে মৃতদেহটির কোনো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধি গগন বিকাশ চাকমা বলেন, “মাইনী নদীতে লাশটি ভেসে থাকতে দেখে আমরা প্রশাসনকে খবর দেই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।”

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ বেওয়ারিশ একটি লাশ উদ্ধার করেছে। সুরতহাল (ইনকোয়েস্ট) শেষ হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ভোটগ্রহণ চলছে
পরবর্তী নিবন্ধহাজিরপুল এলাকায় খালে ভেসে উঠল অজ্ঞাত লাশ