খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে বৌদ্ধ ভিক্ষুদের এক মানববন্ধন ও বৌদ্ধ সম্প্রদায় বিক্ষোভ মিছিল করেছে। সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রস্থল শাপলা চত্ত্বরে বিভিন্ন বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ বিহার ও বৌদ্ধ সংগঠনের সদস্যরা জড়ো হয়। পরে সকলে মিলে মনববন্ধনে মিলিত হয়। এর আগে বৌদ্ধ সম্প্রদায় শহরে বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, একজন বৌদ্ধ ভিক্ষু সংসার ত্যাগী, তার কোন ধন সম্পত্তি থাকে না, কারোর সাথে বিরোধে জড়িয়ে পড়েন না। ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির তেমনই একজন। তাকে তার বিহারেই সোমবার দিবাগত রাত কুপিয়ে হত্যা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসুন্দর সমাজ গড়তে বঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ৮ ইউনিয়নে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ