খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১২ ভারতীয় গরু জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধীনস্থ বান্দরসিং বিওপি এলাকায় ভারত থেকে গরু চোরাচালানের তথ্য পাওয়া যায়। বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে বুধবার রাতের দিকে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুগুলো চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছ।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে আগুন
পরবর্তী নিবন্ধতুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত