খাগড়াছড়ির মানিকছড়িতে শান্তি পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. মাসুদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ি–চট্টগ্রাম সড়কে উপজেলার তিনটহরী ইউনিয়নে বড়ডলু মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে আসা খাগড়াছড়িগামী একটি শান্তি পরিবহনের বাস বড়ডলু এলাকায় আসলে মোটরসাইকেল চালক মাসুদকে পিছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, পালিয়ে যাওয়া শান্তি পরিবহনের বাসটি গুইমারা এলাকায় আটকানো হয়েছে বলে শুনেছি।












