খাগড়াছড়িতে ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে পাল্টাপাল্টি হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত হয়েছেন। গুরতর আহত হৃদয় ত্রিপুরা নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা সিঙ্গিনালা এলাকায় ২০ থেকে ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীদের সাথে স্থানীয়দের পাল্টাপাল্টি হামলায় চার ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিপল বাপ্পি জানান, হাসপাতালে চারজন চিকিৎসার জন্য আসলে ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। তবে হৃদয় ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোস্টার লাগাতে গিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে। একজন বেশি আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।