খাগড়াছড়িতে জীপ খাদে দুই যাত্রীর মৃত্যু

পৃথক দুর্ঘটনায় আহত ১০

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৪:৩৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় চাঁদের গাড়ি (জীপ) খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩ জন। নিহতরা হলেন, আমলাই গ্রামের বাসিন্দা পরেন্দ্র ত্রিপুরার ছেলে হরেন্দ্র ত্রিপুরা (৩৮) ও ধর্ম কুমার ত্রিপুরা ছেলে গজেন্দ্র ত্রিপুরা (৪৯)।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ, বুধবার রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি বাজারে গাছ রেখে চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন হরেন্দ্র ও গজেন্দ্র। এর মধ্যে আমলাই হাদুক পাড়া পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এছাড়া দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা ও চয়ন ত্রিপুরা আহত হন। আহদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে দীঘিনালা থেকে সাজেক যাওয়ার পথে ডেবাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী ট্রাক উল্টে ৭ শ্রমিক আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য দীঘিনালা ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- রশিক নগর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. আরিফ (২৫), মো. নুরু মিয়ার ছেলে মো. মহিদুল ইসলাম (২৪), মধ্য বোয়ালখালী গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. রাকিবুল ইসলাম (১৯), রশিক নগর গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. সৈয়দ (২৪), বাবুল চন্দ্র নাথের ছেলে বলরাম চন্দ্র নাথ (২৪), মো. হাসান (২২) ও উত্তর রশিক নগর গ্রামের মো. বাবুল (৫৫)।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেঙের মেডিকেল অফিসার ডা. সুব্রত চাকমা বলেন, গুরুতর আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে
পরবর্তী নিবন্ধআল-জাজিরার বিরুদ্ধে মামলার বিষয়ে আদেশ ২৩ ফেব্রুয়ারি