পার্বত্য খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়া পাড়া সড়কের চমক ভবনে গত ৯ জানুয়ারি কেএসটিসি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হাসপাতালটি উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ও চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক কল্যানী চাকমা, পরিচালক (অর্থ) রিয়াদ মাহমুদ চৌধুরী, খাগড়াছড়ি জেলার পরিষদের চেয়ারম্যান মংমুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ির সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সুধীন কুমার চাকমা ও উপাধ্যাক্ষ মধুমঙ্গল চাকমা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, হাসপাতাল উদ্বোধনের মধ্যে দিয়ে পার্বত্য খাগড়াছড়িবাসীর সর্বপ্রথম সিটিস্ক্যান সংযুক্ত আধুনিক চিকিৎসা সেবা পাওয়ার ধার উন্মোচন হলো। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মূল স্লোগান ‘ধনী গরীব সকল মানুষের জন্য একই চিকিৎসা সেবা নির্ধারণ’ এবং পার্বত্য খাগড়াছড়ি জেলায় দ্রুত ক্রিটিক্যাল কেয়ার সেবা চালু করার লক্ষ্য। হাসপাতালে সার্বক্ষণিক সুবিধার মধ্যে রয়েছে-২৪ ঘন্টা ইনডোর এবং আউটডোর সেবা, অপারেশন সেবা, বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, ডিজিটাল ল্যাব ও ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস। প্রেস বিজ্ঞপ্তি।