খাগড়াছড়িতে ১৭ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম যাবজ্জীবন ও প্রত্যেকজনকে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন।
খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো এ তথ্য নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মাটিরাঙ্গার কাঠান বাগান এলাকার রেজাউল হাওলাদার ও মো. সাবু মিয়া।
আদালত সূত্র জানা যায়, ২০১৬ সালের ১৭ এপ্রিল দণ্ডপ্রাপ্ত সাবু মিয়ার মাটিরাঙ্গার মুসলিম পাড়ার বাগান বাড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ধর্ষণের পর ভিকটিম অপমানে গায়ে আগুন ঢেলে হত্যার চেষ্টা করে। আট মাস চিকিৎসাধীন থেকে একই বছরের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
রাষ্ট্রপক্ষ ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে সশ্রম যাবজ্জীবন ও উভয়কে ১০ লাখ টাকা করে ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার রায় দেন।