চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সাথে গত মঙ্গলবার সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত বন্দর থানার আওতাধীন ৩৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন ৩৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নবনির্বাচিত আহ্বায়ক মো. আল জাবের, সদস্য সচিব- ইয়ার খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটনসহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছ বিনিময়কালে নগর নেতৃবৃন্দ রাজনৈতিক বিভিন্ন দিক-নির্দেশনা, সামাজিক এবং দেশের সার্বিক নিরাপত্তা, সেবামূলক বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবিহিত করেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সামাজিকভাবে জনগনের সাথে সম্পৃক্তা বাড়ানো এবং তাদের সমস্যার বিষয় গুলো নিয়ে আলোচনা ও সমাধানের উদ্যোগ গ্রহণ নির্দেশনা দেন।












