খাগড়াছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ডে গতকাল ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অতীশ চাকমা। ২নং ওয়ার্ডে ৭৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মানিক পাটোয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফারুক আহমেদ। তিনি পেয়েছেন ৪৯০ ভোট। ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম। তিনি পেয়েছেন ১ হাজার ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিদারুল আলম পেয়েছেন ৯৪৫ ভোট। ৪নং ওয়ার্ডে ৬৬৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাচ্চু মনি চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আহমদ পেয়েছেন ৬২০ ভোট।
৫নং ওয়ার্ডে কাউন্সিলর নির্র্বাচিত হয়েছেন আব্দুল মজিদ। তিনি পেয়েছেন ৭৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল পেয়েছেন ৭৮১ ভোট। ৬নং ওয়ার্ডে ৮১১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলাম উদ্দিন। তিনি পেয়েছেন ৫১০ ভোট।
৭নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মংমে মার্মা। তিনি পেয়েছেন ১ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্দু বিকাশ কার্বারী পেয়েছেন ১ হাজার ২৬০ ভোট। ৮নং ওয়ার্ডে ১ হাজার ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পরিমল দেবনাথ। ৯নং ওয়ার্ডে ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রিটন তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মাসুদুল হক। তিনি পেয়েছেন ৬০৫ ভোট।
এদিকে ১নং সংরক্ষিত ওয়ার্ডে ২ হাজার ৭৭০ ভোট পেয়ে নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সালেহা রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অন্তরা খীসা পেয়েছেন ২ হাজার ৩২১ ভোট। ২নং সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাহেদা আক্তার। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৬৩ ভোট।
৩নং সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন উক্রেইঞো মারমা। তিনি পেয়েছেন ২ হাজার ৪৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আয়েশা আক্তার। তিনি পেয়েছেন ২ হাজার ২৩৫ ভোট।
গতকাল সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. রাজু আহমেদ। তিনি বলেন, আমরা আমাদের কথা রেখেছি। নির্বাচন সুষ্ঠু হয়েছে।