খাগড়াছড়িতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, নগদ টাকা ও লাল পাসপোর্ট উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানা থেকে বিশেষ পাসপোর্ট, ‘চাঁদাবাজির টাকা’সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড আওতাধীন লক্ষীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানের সময় সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে ৫টি মোবাইল ফোন, ২টি বিশেষ (লাল) পাসপোর্ট, ১২টি সিম কার্ড, ৩টি অতিরিক্ত ব্যাটারি, ১টি এটিএম কার্ড, ২টি চাঁদা আদায়ের রশিদ, ১টি রান্নার চুলা, ১টি টেলিফোন ও নগদ ৯ লাখ ২৯ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

লে. কর্নেল মো. তাজুল ইসলাম জানিয়েছেন, লক্ষীছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরো জানান, জননিরাপত্তায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ সারা দেশে প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক
পরবর্তী নিবন্ধহাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ