খাগড়াছড়িতে অবৈধ ভারতীয় শাড়িসহ আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে ভারতীয় শাড়িসহ তিন জনকে আটক করেছেন সদর থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে স্বনির্ভর এলাকা থেকে ৯৭৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ সময় বরুণ চাকমা, বিকাশ চাকমা ও মো. সাইফুল ইসলাম নামে তিনজনকে আটক করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষেশ অভিযানের মাধ্যমে সরকারি কর ফাঁকি দিয়ে আমদানি করা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত শাড়ির মূল্য ২০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পর্যটক অপহরণের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচোরাই মোবাইল ক্রয় চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ২১৬ মোবাইল উদ্ধার