খাগড়াছড়ি সীমান্তে ছাগলসহ ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক জেমোসিং ত্রিপুরা (৪৫) ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার দেশরাই পাড়ার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা রাজ্যের জেমোসিং ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে লোগাং বাজার এলাকায় প্রবেশ করেন। এ সময় তিনি পাঠা ছাগল কিনে ভারত ফেরার চেষ্টাকালে বৌদ্ধমনিপাড়া বিওপি অধীনস্ত ৩ বিজিবির একটি টহল দল তাকে আটক করে। আটকের সময় তার সঙ্গে দুটি পাঠা ছাগলও জব্দ করা হয়। পরে তাকে বিজিবির হেফাজত থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্ধ্যায় পানছড়ি থানায় হস্তান্তর করা হয়। পানছড়ি থানার ওসি মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত প্রক্রিয়া চলছে। আজ (গতকাল) তাকে খাগড়াছড়ি সদর জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫ আগস্ট বিজয় মিছিল সফল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে শিক্ষা উপকরণ বিতরণ