খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ধস

২ শ্রমিক নিহত, আহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের পার্কিং শেডের ছাদ ধসে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে সাইফুল ইসলাম নামে এক শ্রমিকের মৃতদেহ ভেঙে পড়া শেডের নিচ থেকে উদ্ধার করা হয়। অপর শ্রমিক সাজ্জাদ হোসেন মারা যান হাসপাতালে। নিহত সাইফুল ইসলামের বাড়ি খুলনায়। সাজ্জাদ হোসেন খাগড়াছড়ির কলেজ গেইট এলাকার বাসিন্দা। গতকাল শনিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরো চার শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নতুন ভবনের গ্রিল শেডের নির্মাণ কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে ভেঙে পড়ে। সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় যার একজন হাসপাতালে মারা যায়। পরবর্তীতে অপর একজনের মৃতদেহ শেডের নিচ থেকে উদ্ধার করা হয়।
মো. জালাল নামে এক শ্রমিক জানান, আমরা ২২ জন শ্রমিক মিলে ঢালাইয়ের কাজ করছিলাম। হঠাৎই শেড ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঠিকাদার সেলিম পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী বলেন, নির্মাণ কাজে জড়িত প্রকৌশলী এবং ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমোমিন রোডে বেশিরভাগ হোটেলে বাসি খাবার সংরক্ষণ
পরবর্তী নিবন্ধমোবাইল চুরি থেকে বিরোধ শ্যালকের হাত কেটে নিল দুলাভাই