তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার খাগড়াছড়ি সদর উপজেলার আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুল মাঠে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতায় ৬টি স্কুলের ৭২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুল ও রানার আপ হয় সরকারি শিশু পরিবার।












