খাগড়াছড়িতে ৩০ কোটি টাকা মূল্যের গাঁজা ক্ষেত ধ্বংস

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:২২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ে গাঁজা ক্ষেত ধ্বংস করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার গুইমারা চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন একর জমির গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, একটি চক্র দুর্গম পাহাড়ি এলাকায় সাড়ে ৩ একরের অধিক পরিত্যক্ত জমিতে গাঁজা চাষ করে আসছিল। এতে প্রায় তিন হাজার পঁচিশটি গাঁজা গাছ ছিল যার আনুমানিক মূল্য ৩০ কোটি ২৫ লাখ টাকার বেশি। তিনি আরো বলেন, পুলিশ প্রসাশন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ক্ষেতে অভিযান চালানো হয়।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, একটি চক্র পাহাড়ে দুর্গমতার সুযোগে গাঁজা চাষ করে আসছিল। অভিযানে সাড়ে ৩ একর জমিতে থাকা গাঁজার গাছে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। তবে গাঁজা চাষের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে উপস্থিত ছিলেন সেনা সদস্যরাও।

পূর্ববর্তী নিবন্ধএবার আলোচনায় উপজেলা নির্বাচন
পরবর্তী নিবন্ধসহিংসতা যারাই করুক প্রশ্রয় দিই না