খাগড়াছড়িতে ১শ ২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ

তদবির ও ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

কোনো ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতা ভিত্তিতে মাত্র ১২০ টাকায় খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল পদে ৯ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। গতকাল বুধবার মৌখিক পরীক্ষা শেষে বিকালে পুলিশে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ মো. আরেফিন জুয়েল।

খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩১ জন। তাদের মধ্যে থেকে ৯জন উত্তীর্ণ হয়। আপেক্ষমাণ রয়েছে ৩ জন। উত্তীর্ণদের ৭ জনই দিন মজুর ও অটো চালক বলে জানা গেছে।

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় জলার পুলিশ সুপার মো. আরেফির জুয়েল বলেন, শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায় এসেছেন। তিনি নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। এ সময় প্রতিক্রিয়া জানাতে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

উল্লেখ্য, খাগড়াছড়িতে ৯টি পুলিশ কনস্টেবল পদের বিপরীতে সাড়ে ৪ শতাধিক আবেদন করেন।

পূর্ববর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন
পরবর্তী নিবন্ধমেধাশক্তি ও আইডিয়া বদলে দিতে পারে পৃথিবীকে