খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে কলাবাগান থেকে শোভাযাত্রা বের করে সংগঠনের নেতাকর্মীরা। পরে টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।

প্রধানবক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক একরাম হোসেন রানা।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাড.আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ। উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, জহির আহমেদ, আক্তার হোসেন, আবুল কাশেম রাসেল, পারদর্শী বড়ুয়া, তাহমিনা সিরাজ সীমা, নুরশাদ হোসেন বাপ্পি, ফারুক আহমেদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধ‘পরিচ্ছন্ন নগরী গড়তে রেড ক্রিসেন্ট সর্বদা প্রস্তুত’
পরবর্তী নিবন্ধআধুনগরে ডলু খালে ভয়াবহ ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি