খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর মহালছড়ি জোনেমেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ির মহালড়ি জোন।
আজ শনিবার সকালে মহালছড়ি থানা জোনের উদ্যোগে বিজিতলা মাস্টার পাড়া এলাকায় মেডিকেলে ক্যাম্প মাধ্যমে প্রায় তিন শতাধিক অসহায় দুঃস্থ গরীব জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী চিকিৎসা সেবা দিচ্ছে। আগামীতে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে হলে জানান তিনি। এসময় গাইনী, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথা ইত্যাদি বিষয়ে চিকিৎসক পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।