খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৫

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ১:১২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার সময় কেএসটিসি নামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুরের মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১লা অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই সহিংসতার ঘটনা ঘটে।

ঘটনার পর ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কল্যানী চাকমা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ((ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ১ অক্টোবর সহিংসতা চলাকালে জেলা শহরের কল্যাণপুর এলাকার কেএসটিসি নামে ডায়াগনস্টিক সেন্টার ও ভাংচুর ও লুটের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

মামলায় আরও অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। গতরাতে খাগড়াছড়ি সদরের শালবন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
পরবর্তী নিবন্ধএস আলম পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা