নির্ধারিত সময়ে খাগড়াছড়ি–পানছড়ি সড়ক সংস্কার না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত সড়ক সংস্কার করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পানছড়ি উপজেলার সর্বসাধারণ মানববন্ধনে অংশ নেয়। পানছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসাইন বলেন, ২০২৩ সালের ডিসেম্বর খাগড়াছড়ি–পানছড়ি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের ১ বছর পেরিয়ে গেলেও ঠিকাদার সড়কের নির্মাণ কাজ শেষ না করে পৌনে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। পানছড়ি বাজার কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আল আমিন বলেন, ইতোমধ্যে ২৫ কিলোমিটার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু না করলে করা সড়ক বিভাগ ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এ সময় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি কমিটির সভাপতি অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, শিক্ষক ইউসুফ আদনান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আবুল কাশেম, মনির হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ইতোমধ্যে দরপত্র বাতিল করার প্রধান প্রকৌশলী বরাবর চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না পারায় ঠিকাদারের বিরুদ্ধে শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’