খাগড়াছড়িতে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের আর্থ–সামাজিক উন্নয়ন, শান্তি ও সমপ্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধূলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাগড়াছড়িতে বসবাসরত মানুষের মাঝে সমপ্রীতির বন্ধন আরও অটুট করার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সমপ্রদায়ের মধ্যে সমপ্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্টে মোট ৭টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক–বেসামরিক কর্মকর্তাগণ, স্থানীয় নেতৃবৃন্দ, সকল সমপ্রদায়ের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।