খাগড়াছড়িতে রাতের অন্ধকারে যাত্রীবাহী বাস ভাঙচুর, আহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১১:৪৯ অপরাহ্ণ

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ চলাকালে খাগড়াছড়ির মাটিরাঙায় রাতের আঁধারে যাত্রীবাহী বাসসহ অন্তত ৬টি যানবাহন ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। বুধবার রাতে উপজেলার যৌথ খামার এলাকায় এই ঘটনা ঘটে।

ভাঙচুর হওয়া একাধিক গাড়ির চালক ও সহকারীরা জানান, রাতে যৌথখামার এলাকায় খাগড়াছড়িগামী যানবাহনের পাহাড় থেকে নেমে এসে দুবৃর্ত্তরা হামলা করে।

এ সময় সিএনজি অটোরিকশা, পিকআপ, ট্রাক ও যাত্রীবাহী বাস ভাঙচুর করে। এ সময় বাসে থাকা এক নারী যাত্রী আহত হয়। হামলায় অন্তত ৫০-৬০ দুবৃর্ত্ত অংশ নেয় জানায় তারা। পরে আহত ঐ নারীকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

তবে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কমল ধরের দাবি, ১টি বাস ভাঙচুর করা হয়েছে। তিনি আরো বলেন, সড়কের নিরাপত্তা পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
পরবর্তী নিবন্ধভোটে যাচ্ছেন না রওশন