খাগড়াছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মো. হানিফ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস এলাকার গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মো. হানিফ উপজেলার একই এলাকার জালাল উদ্দিন মীরের ছেলে।

জানা যায়, গতকাল রাতে হানিফ মাহফিলে গিয়ে আর বাসায় ফিরেনি। সকাল সাড়ে ৭টার দিকে গাছে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে পায়ে হেঁটে কক্সবাজার পরিভ্রমণে ৪জন রোভারের যাত্রা