সমতল থেকে পাহাড়ে সমপ্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙার প্রত্যন্ত গ্রাম গোমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার জাইমা রহমান প্রীতি ম্যাচের পৃষ্ঠপোষকতা করেন। মঙ্গলবার বিকেল ৩টায় ম্যাচের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। প্রীতি ফুটবল ম্যাচে বগুড়ার রঙি ফুটবল একাডেমির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে খাগড়াছড়ি ফুটবল একাডেমি। ফুটবল ম্যাচকে কেন্দ্র দুপুর থেকে বিভিন্ন গ্রাম থেকে ভিড় করেন দর্শকরা। হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে এই ফুটবল ম্যাচ উপভোগ করেন। ম্যাচের শুরুতের বগুড়ার রক্সি ফুটবল একাডেমি ১–০ গোলে এগিয়ে থাকে। কিছুক্ষনের মধ্যে বগুড়ার জালে ২টি গোল দেয় খাগড়াছড়ি ফুটবল একাডেমি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরো ২টি গোল দিয়ে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি ৩–২ গোলে খাগড়াছড়ি ফুটবল একাডেমিকে পরাজিত করে। উল্লেখ্য ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা।











