খাগড়াছড়িতে ব্রিজের নিচে অপরিকল্পিত ড্রেন নির্মাণ

বাধাগ্রস্ত হবে পানির স্বাভাবিক প্রবাহ ভারী বর্ষণে জলাবদ্ধতার শঙ্কা

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:২৩ পূর্বাহ্ণ

ব্রিজের নিচে ড্রেন নির্মাণ করছে খাগড়াছড়ি পৌরসভা। অবিশ্বাস্য হলেও এমন ‘অপরিকল্পিত উন্নয়ন’ করা হচ্ছে। বিষয়টি রীতিমতো হতবাক পৌর শহরের বাসিন্দা। স্থানীয়রা বলছে, পৌরসভার প্রকৌশল বিভাগের তদারকিতে এমনটি ঘটেছে।

তবে বিষয়টি অজান্তে হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। পৌর শহরে খাগড়াছড়ি মহিলা কলেজ সড়কের অর্পনা চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এশীয় উন্নয়ন ব্যাংকে অর্থায়েন ২শ ৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ড্রেন নির্মাণের কাজ করে পৌরসভার প্রকৌশল বিভাগ। ড্রেনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা।

স্থানীয়রা জানান, ছড়ার উপর ড্রেন নির্মাণ করার কারণে ছড়ার পরিধি ছোট হয়েছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে। ফলে ভারী বর্ষণে জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। চলতি বছরে ৪ বার প্লাবিত হয়েছে খাগড়াছড়ি পৌরশহর। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যার জন্য অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছে নাগরিক সমাজ। খাগড়াছড়ির বেসরকারি উন্নয়ন সংস্থাজাবারাং এর নির্বাহী পরিচালক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, ব্রিজের নীচে ড্রেন নির্মাণ অপরিকল্পিত উন্নয়নের অংশ। বৃষ্টির মধ্যেই ঢালাইয়ের কাজ করতে দেখেছি। এখানে শহর মহাপরিকল্পনা সম্পর্কে নাগরিকেরা কিছুই না। শহরায়নের পরিকল্পনা জনগণের জন্য উন্মুক্ত করতে হবে।

খাগড়াছড়ি পৌর প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, আরো ৪ থেকে ৫ মাস আগে ড্রেনের নির্মাণ কাজ শুরু হয়েছে। আমি প্রকৌশল বিভাগের সবাইকে ডেকেছি। তারা কীভাবে এটি করল জানতে চেয়েছি। আমি সরেজমিনে গিয়ে ব্যবস্থা নিব।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনবে : তারেক রহমান
পরবর্তী নিবন্ধসুপেয় জলের তীব্র সংকটে পানিবন্দি ৫শ পরিবার