খাগড়াছড়িতে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধারের পর অবমুক্ত করেছে বন বিভাগ। আজ রোববার বিকেলে বানরটি খাগড়াছড়ি বন বিভাগের আলুটিলা সংরক্ষিত বনে অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
তিনি বলেন, শুক্রবার পরশু দিনে সদর উপজেলার গঞ্জপাড়ায় বিদ্যুতের তারে লজ্জাবতী বানরটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে খাগড়াছড়ি সদর রেঞ্জের বনকর্মীরা গিয়ে বানরটি উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। দুই দিন ধরে বানরটি পরিচর্যা করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হয়। আজকে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আরো বলেন, লজ্জাবতী বানরের মাথাসহ দেহ ৩৩ সেমি লম্বা এবং ওজন প্রায় ১.২ কেজি। এলজ্জাবতী বানরের দেহ হালকা বাদামি থেকে ধূসর রঙের ছোট নরম পশম দ্বারা আবৃত। এদের মাথা গোলাকৃতি, বাদামি রঙের বলয়যুক্ত পেঁচার মতো চোখ, পশমের মধ্যে প্রায় ঢেকে থাকা খাটো লেজ এবং মাথার ওপর থেকে পিঠ পর্যন্ত লম্বা বাদামি দাগ দেখতে পাওয়া যায়।
লজ্জাবতী বানর আর্ন্তজাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকাভুক্ত প্রাণীর অর্ন্তভুক্ত।