খাগড়াছড়ি–পানছড়ি সড়কে মোটরসাইকেল আরোহীকে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ৩ মোটরসাইকেল আরোহী আহত হয়। গত শুক্রবার গভীর রাতে পানছড়ি লতিবান ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পানছড়ি উপজেলার দমদম গ্রামের মোহাম্মদ আজাদ হোসেন, বাবু কলোনি পাড়ার মো. সোহাগ ও মধ্যনগরের আব্দুর রহিম।
পানছড়ি থানার ওসি জসীম উদ্দীন জানান, ৩ বাইক আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। বর্তমানে পানছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সুস্থ হলে অভিযোগ পাওয়া মাত্র পুলিশ ঘটনার তদন্তে কাজ করবে।