খাগড়াছড়ির বলপাইয়া গ্রামে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামী নুরুল আমিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেঁজুতি জান্নাতের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম আফসার ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ডাকাতি ও গণধর্ষণের মামলায় প্রধান আসামী নুরুল আমিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আগামী ৫ দিনের মধ্যে রিমান্ড গ্রহণ শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।
প্রসঙ্গত, গত বুধবার রাতে খাগড়াছড়ির বলপাইয়া গ্রামে ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো. গোলাম আফসার বলেন, “আদালতে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত ডাকাতি ও গণধর্ষণ মামলায় মূল হোতা নুরুল আমিনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।”