খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬১ মণ্ডপে নিয়োজিত থাকবে প্রায় ৪ শতাধিক আনসার ও ভিডিপি সদস্য। অধিক গুরত্বপূর্ণ মণ্ডপে ৮ জন এবং গুরুত্বপূর্ণ বা সাধারণ পূজামণ্ডপে থাকবে ৬ জন সদস্য। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি এতথ্য জানানো হয়। খাগড়াছড়ির আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, পুজা মন্দিরে নিরাপত্তায় ও আইন শৃঙ্খলা রক্ষায় ৪২২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য–সদস্যা মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত আনসার–ভিডিপি সদস্যরা ১৪ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এছাড়াও যে কোন জরুরি প্রয়োজনে আনসার ব্যাটালিয়নের ০১ টি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স পূজামন্ডপে নিরাপত্তায় টহল পরিচালনা করবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
এছাড়া প্রতিটি মন্দিরের আশেপাশে সাদা পোশাকে বাহিনীর সদস্যগণ গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।