খাগড়াছড়িতে দুবৃর্ত্তের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৪ জানুয়ারি, ২০২৪ at ১২:৫৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ির দুরছড়ি গ্রামে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় নিহত দুই জনের নাম রবি কুমার চাকমা ও বিমল চাকমা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, দূরছড়ি গ্রামের নিজ বাড়িতে তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলেন। অর্তকিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) মারা গেছে।

ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর কম্বল উপহার
পরবর্তী নিবন্ধঅসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় চট্টগ্রামে ৬ জন আটক