খাগড়াছড়িতে দুই একর জমির গাঁজা ক্ষেত ধ্বংস

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে অন্তত দুই একর জমির গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার তিন্দকছড়িতে অভিযান চালায় সেনা সদস্যরা। পরে গতকাল মঙ্গলবার সকালে জব্দ করা গাঁজা ক্ষেতে আগুন দিয়ে ধ্বংস করা হয়। সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জোন উপঅধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট দুর্গম পাহাড়ে গাঁজার চাষাবাদ করছে। প্রশাসনকে ফাঁকি দিতেই গাঁজা চাষের জন্য প্রত্যন্ত পাহাড়কে বেছে নিয়েছে। ধ্বংস করা গাঁজা ক্ষেতের বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সেনা সেনাবাহিনী। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, গাঁজা ক্ষেতের গাছগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুই বেকারীকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধস্মৃতিময় সেই দিন