খাগড়াছড়িতে ছাত্রলীগের ৪ নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

দেশব্যাপী অভিযান ঘোষণার পর খাগড়াছড়ি জেলার গুইমারায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন গুইমারার বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল। আটক ৪ জনই ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে জড়িত। এরমধ্যে সোহাগ মিয়া বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তাদের বিরুদ্ধে জেলার গুইমারা থানায় মামলা রয়েছে।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের ৫ অদম্য নারী পেল সম্মাননা ও পুরস্কার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকা’র মেজবান ও মিলনমেলা সম্পন্ন