খাগড়াছড়িতে ঘুষি মেরে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৪:০৭ অপরাহ্ণ

ঘুষি মেরে পালানো এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আবদুল লতিফ খাগড়াছড়ির দীঘিনালা আওয়ামী লীগের সহ-সভাপতি। আজ সোমবার দুপুরে ছোট মেরুং বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি চংড়াছড়ি এসএসইডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

দীঘিনালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ (মাস্টার) একজনকে ঘুষি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় তাকে ধরে ফেলে।

পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দীঘিনালা ও খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ঘুষি মারার ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

গ্রেপ্তারকৃতমো. আবদুল লতিফ মাস্টার ছোট মেরুং ১নং কলোনি এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধমানিকছড়ির যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নগরীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন