খাগড়াছড়িতে কিশোরদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫এর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শুরু হয়েছে অনূর্ধ্ব১৪ সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম। গত সোমবার বিকেলে জেলার প্রাণকেন্দ্র খাগড়াছড়ি স্টেডিয়ামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুনঅররশিদ। সাঁতার শিখতে আগ্রহী ৩০ জন শিশুকিশোরকে বাছাই করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের জন্য প্রদান করা হয়েছে জার্সি, প্যান্ট ও সুইমিং ক্যাপ। ক্রীড়া পরিদপ্তরের ২০২৪২৫ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই আয়োজন জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্যম এনে দিয়েছে। প্রশিক্ষণার্থীরা জানায় তারা খুব খুশি। অভিভাবকরা জানান তাদের ছেলেমেয়েদের ডিজিটাল ডিভাইস ও গেইম এর আসক্ত থেকে দূরে রাখতে এই মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও আমাদের ছেলেমেয়েদের প্রশিক্ষণটি ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ জানান সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীরা পাবেন সনদপত্র, আর সবচেয়ে বড় প্রাপ্তি,একটি জীবনের দক্ষতা, আত্মবিশ্বাস আর পানির সঙ্গে বন্ধুত্ব। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৪২৫ এর আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অংশগ্রহণকারীদের জার্সি, প্যান্ট ও সুইমিং ক্যাপ সরবরাহ করা হয়েছে। কোর্স শেষে সফলদের প্রদান করা হবে সনদপত্র। অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, মাদল বড়ুয়া, আনিসুল আলম ইসলাম আনিক, ক্রীড়া শিক্ষক কামাল উদ্দিন এবং গীতায়ন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআজ একই দিনে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল
পরবর্তী নিবন্ধআরব আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচ খেলেই আইপিএলে যাবেন মুস্তাফিজ