খাগড়াছড়ি সদরে প্রিজাইডিং অফিসারের ওপর হামলার চেষ্টা

দীঘিনালায় সংঘর্ষে আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি ভুয়াছড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের ওপর হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে আধা ঘণ্টার জন্য বন্ধ ছিল ভোটগ্রহণ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় বলে জানান প্রিজাইডিং অফিসার শরৎ কুমার ত্রিপুরা।

এদিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালায় আনসার ও ভিডিপি পাড়া কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচ জন আহত হয়। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নারী ভোটারদের উপস্থিতি বেশি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে খাগড়াছড়ির তিন উপজেলায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রতিটি বুথে ভোটারদের দীর্ঘ লাইন। আকলিমা আক্তার, সানজিদা খাতুন ও রাবেয়া বেগম জানান, ঝামেলামুক্ত পরিবেশে ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে এসেছি। এসে দেখি লম্বা লাইন।

পাহাড়ের আঞ্চলিক সংগঠনের প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ বেশি দেখা যায়। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

পূর্ববর্তী নিবন্ধএস এম আবু তৈয়ব ভিয়েতনামের অনারারী কনস্যুলার নিযুক্ত
পরবর্তী নিবন্ধচন্দনাইশে নিজ ঘরে যুবকের ঝুলন্ত লাশ