খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটিতে ৩৩ কেন্দ্রে হেলিকপ্টার চান কর্মকর্তারা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ কেন্দ্রে ভোটের উপকরণ পৌঁছাতে হেলিকপ্টার চায় নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কর্মকর্তারা। গতকাল ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি পার্বত্য তিন জেলা কর্মকর্তাদের কাছে কতটি কেন্দ্রের জন্য হেলিকপ্টার প্রয়োজন তা জানতে চেয়ে চিঠি দেয় কমিশন। পরে ওইসব জেলা থেকে ৩৩ কেন্দ্রের কথা বলা হয়। এক্ষেত্রে খাগড়াছড়ি জেলায় ৩টি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র; মোট ৩৩ কেন্দ্রের জন্য হেলিকপ্টারের প্রয়োজন বলে জানান তারা। খবর বাংলানিউজের।

এর আগেও পার্বত্য অঞ্চলের দুর্গম ভোটকেন্দ্রে যাতায়াত ও ভোটের উপকরণ পাঠাতে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছে ইসি। এবারও তাই করা হবে।

প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ শুক্রশনিবার : বিডিনিউজ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে ৩২ জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রশিক্ষণ কর্মসূচি শুক্র ও শনিবার নির্ধারণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার এ প্রশিক্ষণের উদ্বোধনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেবেন। নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব, কর্তব্য ও নির্বাচন ব্যবস্থাপনায় করণীয় বিষয় তুলে ধরতে এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামান গতকাল জানান, স্থগিত প্রশিক্ষণ কর্মসূচি আগারগাঁওয়ের ইটিআই ভবনে ১০ ও ১১ নভেম্বর হবে। এতে ৩২ জেলার ডিসি ও এসপি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ মোট ১১৪ জন অংশ নেবেন।

পূর্ববর্তী নিবন্ধকমছে ডিম ও আলুর দাম
পরবর্তী নিবন্ধদুই কর্মীর ঝগড়া, ঘুষিতে একজনের মৃত্যু