খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ৮ টার দিকে জেলা শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা। আশুতোষ চাকমা খাগড়াছড়িতে আইনজীবীদের সংগঠন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি।
ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, রাত পৌনে ৮টার দিকে মধুপুরের আশুতোষ চাকমার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অন্তত ২০টির অধিক মামলা রয়েছে। আগামীকাল (রবিবার) তাকে আদালতে তোলা হবে।