খসড়া কর আইন কর প্রশাসনের প্রকৃত উন্নতি সাধন করবে

সেমিনারে ড.সেলিম উদ্দিন

| মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

খসড়া আয়কর আইন২০২২ এর পরিবর্তন’ শীর্ষক এক সেমিনারে প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বলেছেন, আইনটি চালু হলে কর প্রশাসনে প্রকৃত উন্নতি সাধিত হবে। চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল আইসিএমএবির উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি নগরীর সিএমএ ভবনে অনুষ্ঠানে ড. সেলিম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি খসড়া এ আইনটি অধিকতর পরীক্ষানিরীক্ষা করে বাস্তবায়ন করা হলে কর জিডিপি অনুপাত, কর ভিত্তি, কর পরিপালন, রাজস্ব প্রভাব এবং ট্যাক্সনেট বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। সিবিসির চেয়ারম্যান আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরশাদ উল্লাহ, ওয়াহিদ উল্লাহ সেশন চেয়ারম্যান ও অনুষ্ঠান পরিচালক ছিলেন। অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের এজিএম মো. আমিনুল ইসলাম উপজীব্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে অটিজম বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধচিটাগং ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক্স স্টুডেন্টস ফোরামের নতুন কমিটি