খরনদ্বীপে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার শ্রীপুরখরনদ্বীপ ইউনিয়নের তাঁতঘর এলাকায় নিরিবিলি একাদশ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গত ১২ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খরনদ্বীপ ফ্রেন্ডস ক্লাব ২০ গোলে বদরশাহ ফুটবল একাদশকে হারায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম। স্যার আশুতোষ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইছহাক চৌধুরী, হামিদুল হক মান্নান মোহাম্মদ আজগর, শহীদুল্লাহ্‌ চৌধুরী, মেহেদী হাসান সুজন। খেলা পরিচালনায় ছিলেন টুর্নামেন্টের আয়োজক খরনদ্বীপ নিরিবিলি একাদশ কমিটির মোহাম্মদ আসিফ, মুন্না, উসামা, আকিব, আজাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখানবাহাদুর আহছানউল্লা (র.) একটি মূল্যবোধ ও আদর্শকে প্রতিনিধিত্ব করেন
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন