খরনদ্বীপ কেরানী বাজার সেতুর কাজ বন্ধ থাকায় দুর্ভোগে এলাকাবাসী

| শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার খরনদ্বীপ, চরনদ্বীপ দু’গ্রামের লোকজনের চলাচলে দুর্ভোগ লাঘবে নির্মিত হচ্ছে কেরানি বাজার সেতু। প্রায় ৫০ বছরের প্রাচীন পুরনো এ সেতুটি চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের জন্য ৪২ মিটার দীর্ঘ সেতুটির পুনঃনির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় ৪ কোটি ৫৬ লাখ টাকার ব্যয় নির্ধারণ করে সেতুটির নির্মাণের কাজ শুরু করা হয়েছে গত চার বছর আগে। চার বছরে বর্তমানে ৪৫ শতাংশ কাজ শেষ বাকি কাজ বন্ধ রেখে ঈদের আগে থেকে পালিয়েছে নুর সিন্ডিকেটের ঠিকাদার। এ দিকে দীর্ঘদিন ধরেই কন্টাকটার না আসায় ব্রীজের কাজ বন্ধ থাকায় চলাচলে দুর্ভোগে পড়েছে সাধারণ জনসাধারণ। জনসাধারণের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়াছেন এলাকাবাসী।

সাবের আহমদ রিজভী

খরনদ্বীপ, বোয়ালখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবীরেন্দ্র চট্টোপাধ্যায় : আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি
পরবর্তী নিবন্ধবই পড়ার উপকারিতা